৬ ওভারে ৫৯ রান, বিনা উইকেটে। টি-টোয়েন্টিতে এমন শুরুর পর বড় স্কোরের আশা না দেখাটাই অস্বাভাবিক। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ আজ পরের ১৪ ওভারে যা দেখিয়েছে তা দেখে প্রশ্ন উঠতে পারে, পাওয়ার প্লের পর লিটন দাসরা টি-টোয়েন্টি খেলেছে নাকি ওয়ানডে। ঝোড়ো শুরুর পর ওয়ানডে স্টাইলে খেলে আফগানিস্তানের বিপক্ষে শেষ ৮৪ বলে মাত্র ৯৫ রান করেছে বাংলাদেশ। তামিমের ২৮ বলের ফিফটির পরও জাকের আলীদের ওয়ানডে স্টাইলে ধীর গতির ব্যাটিংয়ে ২০ ওভার শেষে ১৫৪ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে আজ শ্রীলঙ্কা ম্যাচের মতো শুরু করেনি বাংলাদেশ। প্রথম ৪ বলে কোনো রানই নিতে পারেনি নতুন ওপেনিং জুটি সাইফ হাসান ও তানজিদ তামিম। পঞ্চম বলে প্রায় আউটই হয়ে গিয়েছিলেন সাইফ হাসান। ফজলহক ফারুকির বলে মারতে গিয়ে শর্ট এক্সট্রা কাভারে আজমতউল্লাহ...