শুরুটা হয়েছিল বিধ্বংসী। টি-টোয়েন্টিতে এমন বাংলাদেশকেই দেখতে চায় সবাই। আফগানিস্তানের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে প্রথম পাওয়ার প্লেতে রান রেট প্রায় ১০-এর ঘরে। কিন্তু এরপর খেই হারায় বাংলাদেশ। পুরোনো অভ্যাসে ধরে রাখতে পারেনি শুরুর মানসিকতা। গড়পড়তা ব্যাটিংয়ে আফগানদের বিপক্ষে ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৫৪ রান। ব্যাটিংয়ে ভালো শুরুর ধারাবাহিকতা পরে আর ধরে রাখতে পারেনি বাংলাদেশ। মাঝের ওভারে আফগান স্পিানারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তোলার গতি কমে আসে টাইগারদের। মিডল ওভারে আফগান দুই লেগস্পিনার রশিদ খান ও নুর আহমেদের ফাঁদে পা দিয়ে ৪ উইকেট হারিয়েছে তারা। পাওয়ার প্লের পরের তিন ওভারে আফগান দুই স্পিনার রশিদ ও মোহাম্মদ নবীর নিয়ন্ত্রিত বোলিয়ে বাংলাদেশের রানের গতি কিছুটা কমে যায়। অধিনায়ক লিটন দাস ও ওপেনার তামিম দেখেশুনে খেলতে থাকেন এই দুইজনকে। তবে বিপদটা ঘটে ১১তম...