এশিয়া কাপে বাঁচামরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। হারলেই বিদায় নিতে হবে গ্রুপপর্ব থেকে, এমন সমীকরণ মাথায় রেখে ব্যাটে নেমে শুরুটা ভালো হলেও শেষ দিকে টাইগারদের কিছুটা চেপে ধরেছিল আফগানরা। তবে তানজিদ তামিমের ফিফটিতে ভর করে আফগানদের সামনে ১৫৫ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে লিটন দাসের দল। সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপপর্বের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রানের সংগ্রহ গড়ে টিম টাইগার্স। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে তানজিদ ও সাইফ হাসান ৪০ বলে ৬৩ রান করেন। সপ্তম ওভারের চতুর্থ বলে সাইফ ফিরলে জুটি ভাঙে। রশিদ খানের বলে বোল্ড হওয়ার আগে ২ চার ও এক ছক্কায় ২৮ বলে ৩০ রান করেন।...