শ্রীলঙ্কায় বসেছে ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ২০২৫। আসরে স্বাগতিক শ্রীলঙ্কা ও নেপালকে গ্রুপে পেয়েছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে শুরুর ম্যাচ সামনে রেখে অনূর্ধ্ব-১৭ দল অনুশীলন করেছে। পরে নিজেদের অবস্থা সম্পর্কে বলেছেন গোলরক্ষক কোচ আরিফুর রহমান পান্নু এবং দলের গোলরক্ষক আলিফ রহমান ইমতিয়াজ। ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল শ্রীলঙ্কায় পৌঁছায়। ৭ দলের অংশগ্রহণে আসর গড়িয়েছে ১৫ সেপ্টেম্বর থেকে। ২৭ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে। বৃহস্পতিবার প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল। ২১ সেপ্টেম্বর লাল-সবুজদের প্রতিনিধিরা মুখোমুখি হবে শ্রীলঙ্কার। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ দল কলম্বোর ক্যালানিয়া ফুটবল কমপ্লেক্সে অনুশীলন করেছে। হোটেলে ফিরে সুইমিংপুলে রিকভারি সেশন হয়েছে। বাফুফের ভিডিও বার্তায় গোলরক্ষক কোচ আরিফুর বলেছেন, ‘আমাদের প্রথম ম্যাচ নেপালের সাথে। আমরা খুবই আশাবাদী। কালকে তাদের খেলা দেখেছি, নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেছি। তাদের...