দেশের সম্ভাবনাময়ী ক্রিকেটার ছিলেন নাসির হোসেন ও সাব্বির রহমান রুম্মন। কিন্তু উচ্ছৃঙ্খল জীবন-যাপন তাদের প্রতিভাকে বিকশতি হতে দেয়নি। ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি আর রেকর্ড গড়ে তারা থাকার কথা ছিল আলোচনায়। কিন্তু অনিয়ন্ত্রিত জীবন-যাবনের কারণে মাঝে মধ্যেই নেতিবাচক সংবাদে সমালোচিত হয়েছেন নাসির হোসেন ও সাব্বির রহমান রুম্মন। পাকিস্তানের বিপক্ষে ২০২২ সালে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাব্বির রহমান রুম্মন। ২০২৪ সালের বিপিএলে দল পাননি তিনি। চলতি বছর অনুষ্ঠিত বিপিএলে তাকে ড্রাফট থেকে দলে ভেড়ায় ঢাকা ক্যাপিটালস। আসরের শুরুর দিকে একাদশে সুযোগ না পেলেও মাঝের সময় থেকে নিয়মিত খেলেছেন। কয়েক ম্যাচে দলের আস্থার প্রতিদানও দিয়েছেন সাব্বির। চলমান এনসিএল টি-টোয়েন্টিতে খেলছেন সাব্বির। রাজশাহীতে আজ (মঙ্গলবার) তিনি জাতীয় দলে খেলা প্রসঙ্গে বলেন, ‘আমি জাতীয় দল নিয়ে এখন চিন্তা করছি না। ভালো খেললে, অ্যাপ্লিকেশন যদি ঠিক...