মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলের চূড়ান্ত পর্বে উদ্বোধনী খেলায় সাগরিকার হ্যাট্রিকের সুবাদে রংপুর ৫-০ গোলে স্বাগতিক রাজশাহী জেলাকে হারায়। সাগরিকা ৪ ও মনি ১টি গোল করে। বিকেলে ময়মনসিংহ মনির হ্যাটট্রিকের সুবাদে ৬-০ গোলে খাগড়াছড়ি জেলা নারী দলকে হারায়। মনি ৫ ও রিমি ১টি করে গোল করে। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেন, বাফুফে মহিলা উইং কমিটির সদস্য বাবুরাম ও নজরুল ইসলাম। এছাড়াও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য মো. সাইফুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মো. তৌফিকুর রহমান রতন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম বাবুসহ বিভিন্ন জেলা থেকে আগত কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।...