হারলেই বিদায় নিশ্চিত। জিতলে এশিয়া কাপের সুপার ফোরে খেলার সম্ভাবনা থাকবে। এমন কঠিন সমীকরণের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। ইনিংসের প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান করে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম মাত্র ১২ বলে করেন ৩২ রান। এরপর মাত্র ২৩ রানের ব্যবধানে সাইফ হাসান ও লিটন দাস আউট হওয়ায়; দলের হাল ধরতে স্লোথ গতিতে ব্যাটিং করেন তানজিদ। ১২ বলে ৩২ রান করা এই তারকা; পরের ১৮ রান করতে খেলেন ১৬ বল। ২৮ বলে চারটি চার আর ৩টি ছক্কার সাহায্যে টি-টোয়েন্টি ক্যারিয়ারে সপ্তম ফিফটি হাঁকান তানজিদ। এদিন অর্ধশতক রান করার মধ্য দিয়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে রেকর্ড গড়েছেন তানজিদ। ২০২৫ সালে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তানজিদ হাসানের এটা চতুর্থ ফিফটি। এই...