পার্ক সেউং-হোয়ান (ছদ্ম নাম)। জš§গতভাবে উত্তর কোরিয়ার নাগরিক তিনি। দীর্ঘ ১৪ বছর ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন। কিম সরকারের দমন পীড়ন থেকে বাঁচতে ২০১২ সালে পালিয়ে যান দক্ষিণ কোরিয়ায়। দূরে থাকলেও পরিবারকে নিয়মিত টাকা পাঠাতেন পার্ক। প্রতি কিস্তিতে দুই থেকে তিন মিলিয়ন ওন পাঠাতেন। যা দিয়ে তার পরিবার এক বছর সাদা ভাত খেতে পারত। তবে সেই টাকা পাঠাতেও বেশ কাঠখড়া পোহাতে হয়েছে তাকে। চোরা পথে বহু ধাপ অতিক্রম করে সিউল থেকে পিয়ংইয়ংয়ে পৌঁছে পার্কের পাঠানো অর্থ। আবার কমিশন ও ঘুষের কারণে পরিবারের হাতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় অর্ধেকে ঠেকে সেই অর্থ। দুই কোরিয়ার মধ্যে বৈধ ব্যবস্থা না থাকায় পরিবার বাঁচাতে চোরা পথেই টাকা পাঠাচ্ছেন উত্তর কোরীয়রা। গার্ডিয়ান। বেশ কয়েকটি ধাপ পেরিয়ে অর্থ পৌঁছে যায় পরিবারের কাছে। দক্ষিণ কোরিয়ায় থাকা পলাতক উত্তর কোরীয়রা...