ঢাকা-কলকাতা দুই বাংলার সিনেমায় অবাধে কাজ করে চলা অভিনেত্রী জয়া আহসান বলেছেন, দেশের বাইরে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে ‘ভুল তথ্য ছড়িয়েছে’। কলকাতার দৈনিক আনন্দবাজারকে জয়া বলেন, সরকার পতনের এক বছর পেরিয়ে দেশের পরিস্থিতি ক্রমেই ‘স্বাভাবিক হয়ে উঠেছে’। তিনি বলেন, “বাংলাদেশ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা গিয়েছে। দেশে সিনেমা তৈরি হচ্ছে না, এমন নয়। বরং আগের মতই কাজ হচ্ছে। নইলে আমরা বেঁচে আছি কী করে?” বিনোদন দুনিয়া আগামী দিনে অনুসরণকারীদের সংখ্যার উপরেই নির্ভর করবে কী না জানতে চাইলে জয়া বলেন, “আমি তেমনটা মনে করি না। আমার অভিনয় কিন্তু আমার অনুসরণকারীদের উপরে নির্ভর করে না। পরিচালকদের চোখে আমার অভিনয়ের ভালমন্দও এ সবের উপরে নির্ভর করে না। শুধু আমার বলে নয়, কোনও অভিনেতা বা অভিনেত্রীর কাজের মাপকাঠি তাদের অনুসরণকারী দেখে বিচার করা হয়...