জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা আগামী নভেম্বর মাসের মধ্যেই সম্পূরক বৃত্তি পাবেন বলে আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ড. এসএমএ ফায়েজ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে জবি শাখা ইসলামী ছাত্রশিবিরের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ইউজিসি চেয়ারম্যান এ আশ্বাস দেন। সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান শাখা শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম।আরো পড়ুন:চাকসু: ফয়জুন্নেছা হলে ১৪ পদে ১৪ মনোনয়নপত্র বিক্রিডিসেম্বর মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের আশ্বাস জবি উপাচার্যের ডিসেম্বর মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের আশ্বাস জবি উপাচার্যের রিয়াজুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের আবাসন বৃত্তির বাজেট দুই খাত থেকে আসবে। একটি অংশ অর্থ মন্ত্রণালয় থেকে এবং আরেকটি অংশ ইউজিসির বরাদ্দ থেকে। অক্টোবরের মধ্যে ইউজিসি থেকে অর্থ ছাড় হলে তা শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে।” তিনি বলেন, “নারী শিক্ষার্থীদের আবাসনের জন্য হিট প্রকল্প থেকেও...