কোচ আইকম্যান ঢাকায় আসেন এ মাসের শুরুর দিকে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ২৬ জনের স্কোয়াড নিয়ে করছেন নিবিড় অনুশীলন। বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে বেশ ইতিবাচক ডাচ কোচ আইকম্যান। সদ্য শেষ হওয়া এশিয়া কাপ নিয়ে তার মূল্যায়ন, ‘বাংলাদেশ প্রত্যাশার চেয়ে ভালো খেলেছে। অন্য দল যেখানে এক বছরের বেশি সময় অনুশীলন করেছে, সেখানে ১০ দিন প্রস্তুতির পুঁজি নিয়ে মন্দ করেনি বাংলাদেশ।’ জুনিয়র বিশ্বকাপের প্রিলিমিনারি রাউন্ডে বাংলাদেশ পড়েছে ‘এফ’ গ্রুপে। যেখানে আছে অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। গ্রুপে শক্তিশালী দল থাকায় পরের রাউন্ড নিশ্চিত করা কঠিন হবে তা জানেন আইকম্যান। তবে বিশ্বকাপের আগে ভালো প্রস্তুতিতে মিলতে পারে সমাধান। কোচ বলেন, ‘আমরা সুইজারল্যান্ড ও অস্ট্রিয়াতেও খেলবো। তাদের সঙ্গে খেলে অভিজ্ঞতা অর্জন করতে পারবো, যা আমাদের কাজে আসবে, বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে। কারণ অস্ট্রেলিয়া আমাদের চূর্ণ...