বিষয়টি মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ নিশ্চিত করেছেন বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। গত রোববার শুরু হয় টুর্নামেন্ট। কিন্তু টানা বৃষ্টি শুরু থেকেই ভুগিয়েছে আয়োজকদের। আপাতত তাই এনসিএল টি-টোয়েন্টি স্থগিত করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। অন্তত আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত টুর্নামেন্টের খেলা বন্ধ থাকবে। আকরাম বলেছেন, ‘হ্যাঁ, আমরা টুর্নামেন্ট স্থগিত করেছি। আমরা জেনেছি, ২৫ তারিখ পর্যন্ত আবহাওয়া ভালো থাকবে না। এরপর আমরা আলোচনায় বসে নতুন সূচি নির্ধারণ করবো।’ টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বগুড়ায় একটি বলও মাঠে গড়াতে পারেনি। ফলে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। এছাড়া রাজশাহীতে কেবল ৫ ওভারের একটি ম্যাচ আয়োজন করা সম্ভব হয়। সেখানে ঢাকা মেট্রো জিতে স্বাগতিক রাজশাহীর বিপক্ষে। বগুড়ায় পরবর্তী দিনগুলোতেও বৃষ্টির পূর্বাভাস থাকায় সেখানকার ম্যাচগুলো রাজশাহীতে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। মঙ্গলবার রাজশাহীতে হওয়ার...