ফুটবলের বিশ্বমঞ্চে বর্তমানে অন্যতম বড় নাম কিলিয়ান এমবাপ্পে। লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর উত্তরসূরি হিসেবে তাকে ভাবা হচ্ছে নতুন প্রজন্মের শ্রেষ্ঠত্বের প্রতীক। কিন্তু এমবাপ্পেকে এখনও মেসির পেছনেই রাখছেন অলিম্পিক মার্সেই অধিনায়ক লিওনার্দো বেলারদি। মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স লীগের নতুন মৌসুম। জমজমাট সূচনার ঠিক আগ মুহূর্তে আলোচনার কেন্দ্রে উঠে এলেন অলিম্পিক মার্সেই অধিনায়ক। রেয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে সরাসরি এমবাপ্পেকে নিয়ে মন্তব্য করে তিনি যেন পুরনো বিতর্কটা নতুন করে জ্বালিয়ে দিলেন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বেলারদিকে প্রশ্ন ছোড়া হয়েছিল, ‘এমবাপ্পেই কি এখন বিশ্বের সেরা ফুটবলার’ আর্জেন্টাইন এই ডিফেন্ডারের জবাব ছিল স্পষ্ট, দৃঢ় ও নির্দ্বিধায়, ‘মেসি অবসর না নেয়া পর্যন্ত মেসিই বিশ্বের সেরা। কিলিয়ান অবশ্যই বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়, সে দীর্ঘদিন ধরে তা প্রমাণ করছে এবং এ মৌসুমেও দুর্দান্ত খেলছে।...