এশিয়া কাপে টিকে থাকার সমীকরণের মুখে আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচটি বাঁচা-মরার। হেরে গেলেই আসর শেষ হয়ে যাবে বাংলাদেশের। এমন ম্যাচে টস জিতে সাম্প্রতিক স্বভাবের বাইরে গিয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লিটন দাস। এর পর তানজিদ হাসান তামিমের ক্যারিয়ারের সপ্তম এবং এই বছরের চতুর্থ ফিফটিতে ভর করে ৫ উইকেটে ১৫৪ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। এই সংগ্রহের ভিত গড়ে দেয় সাইফ হাসানের সঙ্গে গড়া তানজিদের ৬৩ রানের উদ্বোধনী জুটি। ১২ ম্যাচ পর এটিই বাংলাদেশের সর্বোচ্চ উদ্বোধনী জুটি। সাইফ অবশ্য স্ট্রাইক রেটে পিছিয়ে ছিলেন। ৭ম ওভারে রশিদ খানের শিকার হয়ে ফেরার আগে করেন ২ চার, ১ ছ্ক্কায় ২৮ বলে ৩০ রান। মাঝের ওভারে রানের গতি কখনো উঠেছে, নেমেছে। তানজিদ যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ পাল্লা দিয়ে আসছিল রান। এর মাঝেই ২৮ বলে তুলে নেন ক্যারিয়ারের...