ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক না হওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্ক এশিয়া কাপকে নতুন মোড় দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনও টুর্নামেন্টে তাদের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। মঙ্গলবার পিসিবি সূত্র জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বোর্ড তাদের অবস্থান ঘোষণা করতে পারে।পিসিবির দাবি, বিতর্কিত ম্যাচের দায়িত্বে থাকা ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। বোর্ড তার তাৎক্ষণিক অপসারণ দাবি করেছে। তবে দুবাইয়ে অবস্থানরত পাকিস্তান দলের ম্যানেজমেন্টকে এখনও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি।ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আইসিসি পিসিবির অভিযোগ নাকচ করেছে। তাদের দাবি, ম্যাচ রেফারির হ্যান্ডশেক-সংক্রান্ত ঘটনায় কোনো ভূমিকা ছিল না। তবে এ বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেনি আইসিসি কিংবা পিসিবি।রোববার দুবাইয়ে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় ভারত। ১২৭ রানে থামানো পাকিস্তানের জবাবে সহজেই লক্ষ্য ছুঁয়ে...