তনুশ্রী স্পষ্ট করেন, তিনি কোনো পুরুষের সঙ্গে একই বিছানায় ঘুমাতে পারবেন না। তিনি বলেন, “একই হলরুমে একসঙ্গে ঘুমাচ্ছে নারী-পুরুষ। সেখানেই তারা ঝগড়া করছে, সেখানেই থাকছে— আমি এটা করতে পারব না। ডায়েট নিয়ে আমি খুব সচেতন, সেটা আমার শক্তির ওপর নির্ভর করে। আমি কি এমন নারী যে, রিয়েলিটি শোয়ের জন্য একজন পুরুষের সঙ্গে একই বিছানায় ঘুমাব? আমি এতটা সস্তা নই। আমার গোপনীয়তা আমার কাছে অনেক মূল্যবান। আমি জানি, যদি আমাকে শান্তিতে কাজ করতে দেওয়া হয়, তাহলে এর চেয়ে অনেক বেশি উপার্জন করতে পারি।”অর্থকষ্টে ছিলেন ধানুশ, করতেন ফুল বিক্রি!তনুশ্রী দত্তের জন্ম ১৯৮৪ সালের ১৯ মার্চ, ঝাড়খন্ডের জামশেদপুরে। তিনি ডিবিএমএস ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেন এবং পরে পুনে ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ২০০৪ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন...