১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ পিএম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের আজ শেষ দিন । আজ মনোনয়নপত্র বিতরণে প্রার্থীদের ছিল উপচে পড়া ভীড়। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ১০৬৩ জন প্রার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৪৭৪ জন ও হল সংসদে ৫৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তথ্যটি নিশ্চিত করেন চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন। মনোনয়নপত্র বিতরণের প্রথম দুইদিনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে সর্বমোট মনোনয়নপত্র বিক্রি হয়েছিল ১৬৯ টি। তবে শেষদিন (আজ) দেখা যায় প্রার্থীদের উপচে পড়া ভীড়। আজ শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৮৯৩ জন প্রার্থী। এরমধ্যে কেন্দ্রীয় সংসদে ৩৭৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ...