নাটোরের বাগাতিপাড়ায় চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী পরশ মন্ডল (২৩) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫। র্যাব সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর রাতে উপজেলার বেগুনিয়া গ্রামে পরকীয়া কাজে বাধা দেওয়ায় স্ত্রী আন্নি খাতুনকে (২১) স্বামী পরশ মন্ডল নির্যাতন করে মুখে বিষ খাইয়ে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় বাগাতিপাড়া থানায় আন্নির ভাই বাদি হয়ে হত্যা মামলা করে। এরপর থেকেই মামলার প্রকৃত রহস্য উদঘাটন ও আসামীদের ধরতে মাঠে নামে র্যাব। টানা অভিযানের অংশ হিসেবে ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোকড়াকুল এলাকা থেকে প্রধান আসামী পরশ মন্ডলকে গ্রেপ্তার করে র্যাব-৫। র্যাব জানায়, প্রায় দুই বছর আগে আন্নি খাতুনের সঙ্গে পরশ মন্ডলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পরশ পরকীয়ায় জড়িয়ে পড়ে এবং স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে। ঘটনার কয়েকদিন আগে ৮...