জুলাই আন্দোলনে হত্যার সরাসরি নির্দেশদাতাদের পাশাপাশি এ নৃশংসতা বন্ধে সরকারের যারা উদ্যোগ নেননি তারা ঊর্ধ্বতন নেতৃত্বের দায় বা কমান্ড রেসপন্সিবিলিটির আওতাভুক্ত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে জবানবন্দি পেশকালে এ কথা বলেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আন্দোলনকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ৪৬তম সাক্ষী হিসেবে মাহমুদুর জবানবন্দি দেন। তিনি এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রথম দিনের মতো জবানবন্দি দেন। মাহমুদুর বলেন, হাসিনার ফ্যাসিস্ট সরকার মহান জুলাই বিপ্লবের সময় যে গণহত্যা চালিয়েছে এবং মানবতাবিরোধী অপরাধ করেছে, সে সম্পর্কে জাতিসংঘ মানবাধিকার কমিশন তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে উল্লেখ আছে, তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের গণহত্যা চালাতে সরাসরি নির্দেশ...