১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ পিএম মারা গেছেন হলিউডের কিংবদন্তি অভিনেতা-পরিচালক ও পরিবেশকর্মী রবার্ট রেডফোর্ড। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের প্রোভো শহরে নিজ বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি ঘুমের মধ্যেই শান্তিপূর্ণভাবে মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছাড়া অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পিপল, ইন্ডিপেনডেন্টসহ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম। ১৯৩৬ সালের ১৮ আগস্ট ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় জন্ম রবার্ট রেডফোর্ডের। আমেরিকান একাডেমি অব ড্রামাটিক আর্টসে পড়াশোনা শেষে তিনি ১৯৫৯ সালে ‘টেল স্টোরি’ নাটকের মাধ্যমে ব্রডওয়েতে আত্মপ্রকাশ করেন। ১৯৬৩ সালে ‘বেয়ারফট ইন দ্য পার্ক’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন, যা ১৯৬৭ সালে চলচ্চিত্রে রূপ নেয়। সত্তর দশকে তিনি হয়ে ওঠেন হলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক। ১৯৭৩ ‘দ্য স্টিং’...