ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় শাস্তি পেয়েছেন ভিভিয়ান কিংমা। নেদারল্যান্ডসের এই পেসারকে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। ৩০ বছর বয়সী কিংমাকে শাস্তি দেওয়ার কথা মঙ্গলবার জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। আইসিসি বিশ্বকাপ লিগ টু-এর ম্যাচে গত ১২ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলার পর ডোপ টেস্টে পজিটিভ হন কিংমা। ড্রাগ পরীক্ষায় তার শরীরে কোকেইনের একটি বিপাককৃত রূপ বেনজয়েলেকোনিনের উপস্থিতি পাওয়া গেছে। মূলত কোকেইন পাকস্থলিতে পরিপাকের পর বেনজয়েলেকোনিনে রূপ নেয়। যা প্রসাবের সঙ্গে বেরিয়ে আসে। নিজের ভুল স্বীকার করে নিয়েছেন কিংমা। ক্রিকেটের...