বরিশালের মুলাদী উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বজায়শুলী গ্রামের চাঞ্চল্যকর বাবুল বেপারীকে (৬৫) কুপিয়ে হত্যার ঘটনায় ২৭ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম মামলা ও গ্রেপ্তারের বিষয়টি জানান।আরো পড়ুন:বগুড়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা‘মেয়েটার কান্না থামল, এভাবে থামবে ভাবিনি কোনোদিন’ মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বজায়শুলী গ্রামের মৃত গহর আলী বেপারীর ছেলে কৃষক বাবুল বেপারীকে কুপিয়ে হত্যা করেন একই গ্রামের করিম মল্লিক ও তার লোকজন। এ সময় আলীম বেপারী ও রেশমা আক্তারসহ ৭-৮ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন তারা। এ ঘটনায় নিহত বাবুলের বড় ভাই আব্দুল জলিল বেপারী বাদি হয়ে থানায়...