নেত্রকোণা সদরের একটি মন্দিরে রাতের আঁধারে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতের কোনো একসময়ে বাংলা ইউনিয়নের কান্দুলিয়ায় অস্থায়ী দুর্গামণ্ডপে এই ভাঙচুর হয় বলে জানিয়েছেন পূজা আয়োজকেরা। আয়োজকদের বরাতে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ‘সোমবার রাত আড়াইটার পর থেকে সকাল ৬টার মধ্যে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করে। মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছিল। যতটুকু নির্মাণ করা হয়েছে, এর মধ্যে কার্তিকের একটি হাত ও অসুরের মাথা ভাঙা হয়েছে।’ ওসি কাজী শাহনেওয়াজ আরও বলেন, ‘বিষয়টি আজ মঙ্গলবার জানার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শনে যাই। মণ্ডপে পূজা আয়োজকদের সাথে কথা বলি। পরবর্তী নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য কাজ করছি। আয়োজকদের পক্ষ থেকে এখনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ কান্দুলিয়া দুর্গাপূজা...