বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতারা ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে ইউরোপীয় পার্লামেন্টের উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার অনুষ্ঠিত এ বৈঠকে জামায়াতের পক্ষ থেকে নেতৃত্ব দেন দলের আমীর ডা. শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান। ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মুনির সাতৌরী। তার সঙ্গে ছিলেন লুক্সেমবার্গের ইপিপি গ্রুপের ইসাবেলা ভিয়েডার-লিমা, পোল্যান্ডের ইসিআর গ্রুপের আরকাদিুস মুলারচিক, এস্তোনিয়ার রিনিউ ইউরোপের উর্মাস পায়েট ও নেদারল্যান্ডসের দ্য গ্রিন্সের কাতারিনা ভিয়েড়া প্রমুখ। বৈঠক শেষে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও আগামী ফেব্রুয়ারির নির্বাচনের বিষয়ে প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। নির্বাচন সুষ্ঠু...