কক্সবাজার টেকনাফ সদরের ছোট হাবিবপাড়া এলাকায় একটি বসতঘর থেকে এক লাখ ৭০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে র্যাব। অভিযানে একই পরিবারের তিন জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার র্যাব জানিয়েছে, সোমবার এই অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতারকৃত তিন জন হলো– ছোট হাবিবপাড়ার বাসিন্দা একরামের স্ত্রী শামীনারা বেগম (৪৬), তার ছেলে আবদুর রহিম (৩০) ও পুত্রবধূ ইসমত আরা (২৪)। এ ছাড়া অভিযানের সময় হাসান (২৪) নামে একজন পালিয়ে গেছে বলে জানিয়েছে র্যাব। র্যাব জানায়, পাচারের উদ্দেশ্যে ছোট হাবিবপাড়ার বসতঘরটিতে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান মজুত করা হয়েছে– এমন খবরের ভিত্তিতে র্যাব তল্লাশি চালায়। তবে শুরুতে মাত্র কয়েক হাজার ইয়াবা উদ্ধার হয়। পরে ঘরটিতে তল্লাশি চালানোর জন্য প্রশিক্ষিত দুটি কুকুর নিয়ে আসা হয়। পরে কুকুর দুটির সহায়তায় ঘরের একাধিক স্থানে লক্ষাধিক ইয়াবা বড়ি...