মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। জেলা প্রশাসক বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজ চলমান থাকায় আলাদা করে রক্ষণাবেক্ষণের জন্য কোনো বরাদ্দ দেওয়া হচ্ছে না। ফলে সড়কের বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হলেও তা মেরামত করা যাচ্ছে না। আমরা সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে আবেদন করেছি। দীর্ঘদিন ধরে আটকে থাকা মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার কাজ। এতে সীমাহীন ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। বর্তমানে সিলেট থেকে ঢাকা যেতে অনেক সময় ১৪ থেকে ১৫ ঘণ্টাও লেগে যাচ্ছে। তিনি আরও জানান, জমি অধিগ্রহণে জটিলতার কারণে এ প্রকল্প বাস্তবায়নে...