নিহতরা হলেন, উপজেলার খিলা ইউনিয়নের বান্দুয়াইন গ্রামের অটোরিকশাচালক বাদল (১৫) এবং উল্লাপাড়া গ্রামের বাসিন্দা শাহআলম (৬৫)। বাদলের বাবা শফিকুর রহমান গুরুতর আহত অবস্থায় বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুপুরে একটি মালবাহী ট্রাক খিলা দক্ষিণ বাজার এলাকায় ইউটার্ন নিচ্ছিল। এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘নীলাচল’ পরিবহনের একটি দ্রুতগতির বাস ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা চালক ও দুই যাত্রী রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই শাহআলম নিহত হন। গুরুতর আহত বাদল ও তার বাবাকে...