ভারত সরকারের নতুন আইনে জাতীয় দলের প্রধান স্পন্সর হিসেবে সরে দাঁড়াতে বাধ্য হয় ড্রিম-১১। যে কারণে এশিয়া কাপে স্পন্সর ছাড়াই খেলতে হচ্ছে সূর্যকুমার যাদবদের। অবশেষে নতুন স্পন্সরও পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। তাদের স্পন্সর হয়েছে অ্যাপোলো টায়ার্স। মঙ্গলবার এক ঘোষণায় জানিয়েছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে স্পন্সরের এই চুক্তিটা আড়াই বছরের। যা চলবে ২০২৮ সালের মার্চ পর্যন্ত। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, চুক্তির পরিমাণ ৫৭৯ কোটি রুপি। বিসিসিআই এক বিবৃতিতে বলেছে, ‘কঠোর নিলাম প্রক্রিয়ার পর পাওয়া এই নতুন অংশীদারিত্ব স্পনসরশিপ মূল্যে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটিয়েছে, যা ভারতীয় ক্রিকেটের বিপুল ও ক্রমবর্ধমান বাণিজ্যিক আকর্ষণকেই প্রতিফলিত করে।’ বেশ কিছু দিন আগে নতুন ‘অনলাইন গেমিং বিল’ পাশ করে ভারতের কেন্দ্রীয় সরকার। যার ফলে অনলাইনে টাকার বিনিময়ে খেলা কিংবা জুয়া এখন নিষিদ্ধ। সরকারের এমন সিদ্ধান্তের পর ভারতীয় ক্রিকেট...