ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তিন পরিচ্ছন্নতাকর্মী আব্দুল লতিফ, আব্দুল জলিল ও এখলাছ। অথচ এদের কেউ পাঁচতলা ভবনের মালিক, কেউ আবার চালাচ্ছেন ব্যবসা—ছেলেমেয়েদের পাঠিয়েছেন কানাডায় পড়তে। গণমাধ্যমের অনুসন্ধানে তাদের এই অস্বাভাবিক সম্পদের চিত্র বেরিয়ে এসেছে।অনুসন্ধানে দেখা গেছে, তারা শুধুই পরিচ্ছন্নতাকর্মী নন, অনেক দিন ধরে ইউনিয়নের নেতাও।তাদের বিরুদ্ধে রয়েছে জমি দখল, চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ।আব্দুল লতিফ—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী। একইসঙ্গে স্কেলিং ভেঞ্চারস অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। কর্মজীবন শুরু করেছিলেন ঝাড়ুদার হিসেবে, তবে এখন থাকেন হাজারীবাগে ছয়তলা ভবনের একাধিক ফ্ল্যাটে।তার স্ত্রীর স্বীকারোক্তি অনুযায়ী, এই ভবনের একটি ফ্ল্যাট তাদের মালিকানাধীন।তথ্যানুসন্ধানে জানা গেছে, দলীয় প্রভাব ও ইউনিয়নের নেতৃত্ব কাজে লাগিয়ে ১৬ বছরে লতিফ সংগঠনের সদস্যদের কাছ থেকে চাঁদা তুলেছেন প্রায় ৭০ কোটি টাকা। এমনকি সিটি করপোরেশনের কোয়ার্টার...