মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকাল পৌনে ৬টার দিকে তিনি মারা যান। ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) একে এম মেহেদী হাসান রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদাবর ১৭ নম্বর বালুর মাঠ এলাকায় রাজু গ্রুপের সদস্য রিপনকে প্রতিদ্বন্দ্বী বেলচা মনির গ্রুপের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি আরও জানান, নিহত রিপনের বিরুদ্ধে ভোলার তজুমদ্দিন ও বোরহানউদ্দিন থানায় দুটি মামলা রয়েছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রিপন কিশোর গ্যাং রাজু ওরফে ভাইগ্না রাজু গ্রুপের প্রধান রাজুর ভাই। কয়েকদিন আগে এই রাজুকেও প্রতিদ্বন্দ্বী আয়েশা...