জানা গেছে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গাজা সিটিতে নতুন করে ব্যাপক অভিযান শুরু করেছে ইসরায়েল। এর আগে রাতভর গাজায় তীব্র বোমা হামলার খবর পাওয়া যায়। ফিলিস্তিনিরা গত রাতকে ‘নরক’ এবং জীবনের ‘সবচেয়ে কঠিন’ রাতের মধ্যে একটি হিসেবে বর্ণনা করেছেন।সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, নতুন করে ইসরায়েলি ট্যাংক প্রবেশের এর প্রভাব পড়েছে হাজার হাজার ফিলিস্তিনির ওপর, তারা এখন দক্ষিণ দিকে নিরাপদ স্থানের দিকে পিছু হটছেন। অনেকের জন্য এটি প্রথমবার নয়, তারা পূর্বেও যুদ্ধের কারণে স্থানান্তরিত হয়েছেন। তবে এবার আর অন্যদিকে নয়, অনেকে হার মেনে গাজা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।মানুষদের কেউ পায়ে হেঁটে, কেউ পুরোনো গাড়ি বা রিকশায়, কেউ গাধার গাড়িতে বোঝাই করে নিয়ে যাচ্ছেন সামান্য কিছু জিনিসপত্র। যাত্রাপথে দেখা যাচ্ছে শিশুদের কাঁদতে কাঁদতে মায়ের আঁচল আঁকড়ে ধরা। অনেকেই বলছেন, এই শহর...