পণ্য ছাড় করাতে আমদানিকারকের কাছ থেকে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগে চট্টগ্রাম কাস্টমসের একজন সহকারী রাজস্ব কর্মকর্তা ও একজন দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার বিকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর একটি দল কাস্টমস হাউসে অভিযান চালিয়ে তাদের আটক করে। দুদক চট্টগ্রামের উপ-পরিচালক সুবেল আহমেদ এ তথ্য দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একজন আমদানিকারকের কাছ থেকে পণ্য ছাড় করার জন্য ঘুষ দাবির অভিযোগ পেয়ে এই ‘ফাঁদ অভিযান’ পরিচালনা করা হয়। “আজকে আমাদের বিশেষ টিম অভিযোগের প্রেক্ষিতে ছদ্মবেশে ঘুষ লেনদেন পর্যবেক্ষণ করে। এসময় সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় এবং তার সঙ্গী দালাল মাইনুদ্দীনকে ঘুষের ৩০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।” এ বিষয়ে দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগ ছিল হোমল্যান্ড প্লাস্টিক স্যু ইন্ডাস্ট্রিজের মালিক আমির হোসেন জাপান থেকে অ্যাক্রিলিক...