রূপ-লাবণ্য আর ভিন্নধর্মী প্রতিভার মিশেলে রূপালী জগতের আলোচিত নাম হানিয়া আমির। চলতি বছর আইএমডিবি প্রকাশিত বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীদের তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি। এবার প্রথমবারের মতো ঢাকায় আসছেন পাকিস্তানি এই গ্ল্যামার গার্ল।জানা গেছে, দীর্ঘদিন ধরে পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন হানিয়া আমির। সেই সূত্রে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশে আসছেন তিনি। এই সফরে ঢাকায় কয়েক দিন থাকার কথা রয়েছে তার।হানিয়া আমির আসার খবরের মধ্যেই পর্দাপাগলদের জন্য মিলল আরও এক সুখবর। জানা গেছে, অক্টোবরের তৃতীয় সপ্তাহে ঢাকায় আসছেন পাকিস্তানি দুই গায়ক তালহা আনজুম ও তালহা ইউনুস। একটি কনসার্টে অংশ নিতে এই সফর করবেন দুই হিপহপ গায়ক।হানিয়া আমিরকে সানসিল্ক নিয়ে এলেও এই পাকিস্তানি দুই গায়ককে নিয়ে আসছে রিশকা কানেক্ট ও ঢাকা ব্রডকাস্ট। আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা না হলেও আয়োজকরা...