হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জের মন্দিরগুলোতে শুরু হয়েছে নানা আয়োজন। এ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী ও আযোজকরা। ইতোমধ্যে খড় ও মাটি দিয়ে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ। এখন রং তুলির শেষ আঁচড়ে প্রতিমা ফুটিয়ে তুলছেন প্রতিমা শিল্পীরা। এদিকে, নানা আয়োজনে পূজার উদযাপন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছেন আয়োজকেরা। পূজা উপলক্ষে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে প্রশাসন।আরো পড়ুন:ইবিতে দুর্গাপূজায় পরীক্ষা স্থগিতসহ ২ দাবি সনাতনী শিক্ষার্থীদেরদুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে চালু হচ্ছে বিশেষ অ্যাপ ইবিতে দুর্গাপূজায় পরীক্ষা স্থগিতসহ ২ দাবি সনাতনী শিক্ষার্থীদের দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে চালু হচ্ছে বিশেষ অ্যাপ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর গোপালগঞ্জ জেলায় ১ হাজার ২৮৫টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে বেশি সদর উপজেলায় ৩৫৩টি মন্দিরে পূজা...