ইনিংসের শুরুতে আফগানিস্তানের পেস বোলিং ভালো ভাবেই সামাল দেয় বাংলাদেশ। কিন্তু স্পিনে টাইগারদের দুর্বলতা আবারও ফুটে উঠল। আফগান পেসার ফজল হক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই এবং আল্লাহ গজনফার প্রথম ৬ ওভার বোলিং করেন। তাদের পেস আক্রমণ ভালোভাবেই সামাল দেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫৯ রান। এরপর স্পিন আক্রমণ শুরু করে আফগানরা। সপ্তম ওভারে বোলিংয়ে এসেই বাংলাদেশের ওপেনিং জুটি ভাঙেন রশিদ খান। এই লেগ স্পিনারের বলে বিভ্রান্ত হয়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান। তার আগে ২৮ বল খেলে দুটি চার আর এক ছক্কার সাহায্যে ৩০ রান করেন তিনি। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক লিটন কুমার দাস। তিনি ১১ বল মোকাবেলা করে মাত্র ৯ রান করে; নুর আহমেদের স্পিনে বিভ্রান্ত হয়ে এলবিডব্লিউ হয়ে...