আর্থিক সংকটে থাকা প্রতিষ্ঠানগুলোকে সচল করতে ঋণ পুনর্গঠন নীতিমালা চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই নীতির আওতায় সর্বোচ্চ দুই বছর গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ১০ বছর মেয়াদে ঋণ পুনঃতফসিলের সুযোগ পাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।আরো পড়ুন:বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হকের পদত্যাগনিলামে ৩৫৩ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হকের পদত্যাগ বাংলাদেশ ব্যাংক জানায়, ২০২৪ সালের আগস্ট এর আগে অনেক বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ বহির্ভূত সমস্যায় (অর্থনৈতিক মন্দা, মুদ্রার অস্থিরতা, ইউটিলিটি সমস্যাসহ) পড়ে ঋণ পরিশোধে বিপাকে পড়েছে। ব্যাংকিং সেবায় বাধা থাকায় ব্যবসা সঠিকভাবে চালাতে পারেনি। এতে ব্যাংকের ঋণ আদায় ও বিতরণ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করছে। ক্ষতিগ্রস্ত এসব...