বাংলাদেশ ও ভারতের পরস্পর নির্ভরতা ও ভৌগোলিক নৈকট্যকে নতুন সুযোগে রূপান্তরের পথ খোঁজার ওপর জোর দিয়েছেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। সোমবার ন্যাশনাল ডিফেন্স কলেজে ২০২৫ সালের এনডিসি কোর্স অংশগ্রহণকারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। তাকে উদ্ধৃত করে মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ভারত ও বাংলাদেশের উচিত নিজেদের আন্তঃনির্ভরতা জোরদার এবং নিজেদের ভৌগোলিক নৈকট্য, ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা এবং ভবিষ্যতের আকাঙ্ক্ষাকে পারস্পরিকভাবে লাভবান হওয়ার মত সহযোগিতার নতুন সুযোগে রূপান্তরের জন্য একযোগে কাজ করা।” হাই কমিশনার ভারতের পররাষ্ট্র নীতি এবং উন্নয়ন কৌশল সম্পর্কে বক্তব্য দেন। এ সময় আন্তর্জাতিক সহযোগিতা, বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার এবং গ্লোবাল সাউথের স্বার্থ প্রচারের পাশাপাশি ভারতের অন্তর্ভুক্তিমূলক, টেকসই এবং দ্রুত জাতীয় উন্নয়নের লক্ষ্যে বিশ্বের সাথে ভারতের ক্রমবর্ধমান সম্পৃক্ততার কথা তুলে ধরেন।...