১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফ্রান্সে অনুষ্ঠিত হলো এক মহতী মাহফিল।আনজুমানে আল ইসলাহ ফ্রান্স-এর উদ্যোগে আয়োজিত এ মাহফিলটি অনুষ্ঠিত হয় সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানী প্যারিসের অভারভিলা এলাকার একটি সুসজ্জিত হলরুমে। ধর্মীয় আবহ ও আধ্যাত্মিক উচ্ছ্বাসে পরিপূর্ণ এ আয়োজন ছিল প্রবাসী মুসলিম কমিউনিটির জন্য এক অনন্য সমাবেশ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মাসুক আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা কাজী আব্দুল মুহিত। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এরপর হামদ-নাত পরিবেশা করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর সুযোগ্য নাতি, জার্মানির এরফোর্ট বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক, তায়্যিবাহ ফাউন্ডেশন সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট লেখক ও গবেষক হযরত মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী ফুলতলী। তিনি বক্তব্যে বলেন,...