‘ভুয়া তথ্য’ দিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে প্রায় ২১ কোটি টাকা ঋণ নিয়ে ‘আত্মসাতের’ অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা দায়ের করেন সংস্থার উপ-সহকারী পরিচালক মো. রুবেল হোসেন। সংস্থার উপপরিচালক আকতারুল ইসলাম মঙ্গলবার এ মামলা হওয়ার কথা বলেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে। ক্ষমতাচ্যুত...