ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে অনুষ্ঠিত আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন উভয় দেশের প্রতিনিধিরা। ভারতের ওপর ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপের পর এই প্রথম এত উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হলো। যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ ও ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ আগরওয়ালের মধ্যে দিল্লিতে একটি ইতিবাচক বৈঠক হয়েছে। আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পরবর্তী ধাপ নিয়ে আলোচনা হয়। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়-এর পক্ষ থেকেও এক বিবৃতিতে জানানো হয়, ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘস্থায়ী বাণিজ্য সম্পর্কের গুরুত্ব বিবেচনায় আলোচনাটি ছিল ইতিবাচক ও ভবিষ্যতমুখী। পারস্পরিক সুবিধাজনক বাণিজ্য চুক্তির দ্রুত সমাপ্তির লক্ষে উভয় পক্ষ তাদের প্রচেষ্টা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় সরকারি সূত্রগুলোর মতে, এটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ষষ্ঠ রাউন্ড নয়, বরং পরবর্তী পূর্ণাঙ্গ আলোচনার প্রাক্কলনমূলক ধাপ...