ফায়ার সার্ভিসে নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি জানান, শতভাগ স্বচ্ছ ও দক্ষ জনবল নিয়োগের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। একই সঙ্গে সচেতনতা বাড়াতে স্কুল পর্যায়ে পাঠ্যবইয়ে ফায়ার সার্ভিস বিষয়ক পাঠ অন্তর্ভুক্ত করার উদ্যোগের বিষয়ও জানান মহাপরিচালক। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী (১৫ ও ১৬ সেপ্টেম্বর) অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গতকাল সোমবার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, দুর্যোগ বা দুর্ঘটনার সময় সবার আগে ফায়ার সার্ভিসের সদস্য ও সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছান। তাই এই দুই পেশার মধ্যে সমন্বয় হলে পেশাগত উৎকর্ষ বাড়বে। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ৫ম...