ব্যালন দ’র অ্যাওয়ার্ড অনুষ্ঠানের তারিখ যত ঘনিয়ে আসছে, তা নিয়ে মানুষের আগ্রহও তত বাড়ছে। বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি জয়ে সবচেয়ে বেশি এগিয়ে রাখা হচ্ছে উসমান দেম্বেলে ও লামিনে ইয়ামালকে। এই স্বীকৃতি এবার দেম্বেলেরই প্রাপ্য বলে মনে করেন পিএসজির ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস। প্যারিসে আগামী সোমবার হবে ব্যালন দ’র অ্যাওয়ার্ড অনুষ্ঠান। ব্যালন দ’র জয়ী নির্বাচিত হয় সাংবাদিকদের ভোটে। ভোটগ্রহণ শেষ হয়েছে আগেই এবং আয়োজক ‘ফ্রান্স ফুটবল’ তা গোপন রেখেছে। গত মৌসুমে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগসহ পিএসজির ট্রেবল জয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন ২৮ বছর বয়সী দেম্বেলে। ফ্রান্সের সংবাদমাধ্যম ‘আরএমসি স্পোর্ত’ এর সঙ্গে আলাপে পিএসজির ক্রীড়া পরিচালক বলেন, দেম্বেলের ব্যালন দ’র পাওয়া নিয়ে কোনো সংশয় নেই তার। বরং এর ব্যতয় ঘটলে ভীষণ অবাক হবেন তিনি। “যদি তার (দেম্বেলে) নাম লিও মেসি বা ক্রিস্তিয়ানো রোনালদো হতো,...