রেডফোর্ড ১৯৬৩ সালে ‘বেয়ারফট ইন দ্য পার্ক’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন। নাটকটিকে ১৯৬৭ সালে সিনেমায় রূপ দেওয়া হয়। সত্তর দশকে তিনি হয়ে ওঠেন হলিউডের অন্যতম খ্যাতিমান তারকা। ১৯৭৩ সালে ‘দ্য স্টিং’ সিনেমার জন্য তিনি অস্কার লাভ করেন। ১৯৮০ সালে ‘ওর্ডিনারি পিপল’ নির্মাণের জন্য তিনি সেরা পরিচালক হিসেবে অস্কার পান। ছবিটি সে বছরের সেরা চলচ্চিত্রের পুরস্কারও পেয়েছিল। ১৯৯৪ সালে ‘কুইজ শো’ নির্মাণ করে আবারও অস্কারে মনোনয়ন লাভ করেন। রবার্ট রেডফোর্ড ১৯৮৫ সালে ‘আউট অব আফ্রিকা’ সিনেমায় অভিনয় করেন। এটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সাতটি বিভাগে অস্কার লাভ করে। ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গান’ছবির পর অভিনয় থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। রবার্ট রেডফোর্ড শুধু অভিনেতা-পরিচালক নন, স্বাধীন সিনেমার পৃষ্ঠপোষক হিসেবেও পরিচিতি লাভ করেছিলেন। যুক্তরাষ্ট্রের বৃহত্তম স্বাধীন চলচ্চিত্র উৎসব ‘সানড্যান্স চলচ্চিত্র উৎসব’র প্রতিষ্ঠাতাও তিনি।...