আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে তানজিদ হাসান তামিমের ব্যাটিং তাণ্ডব। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১২ বলে দুটি ছক্কার আর ৪টি বাউন্ডারির সাহায্যে ৩২ রান করেন তানজিদ। ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫৯ রান। ইনিংসের সপ্তম ওভারে আফগানিস্তান স্পিন আক্রমণ শুরু করলে বাংলাদেশের রানের গতি স্লথ হয়ে যায়। সপ্তম ওভারে রশিদ খান বোলিংয়ে এসেই তুলে নেন সাইফ হাসানের উইকেট। এরপর লিটন দাস মাঠে নামার পর সুবিধা করতে পারেননি। চতুর্থ ব্যাটসমান হিসেবে মাঠে নামেন তাওহিদ হৃদয়। তার সাথেও বড় জুটি গড়তে পারেননি তানজিদ হাসান তামিম। প্রথম ১২ বলে ৩২ রান করা এই ওপেনার পরের ১৮ রান করতে তানজিদ খেলেন ১৬ বল। ২৮ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম ফিফটি হাঁকান তিনি। ইনিংস ওপেন করতে নেমে ১২.৫ ওভারে দলীয় ১০৪...