কৃষি মন্ত্রণালয়ের বিরুদ্ধে বেসরকারি খাতে সার আমদানির ক্ষেত্রে এক ব্যক্তির একাধিক কোম্পানিকে সুবিধা দেওয়ার যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখার কথা বলেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে। কৃষি এবং শিল্প মন্ত্রণালয়কে বিষয়টি দেখতে বলা হয়েছে।” বেসরকারি পর্যায়ে সার আমদানি করতে গিয়ে নতুন করে ‘অনিয়মের সুযোগ’ তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন একদল ব্যবসায়ী। এ নিয়ে গত এক সপ্তাহ ধরে শোরগোল চলছে। অভিযোগ উঠেছে, একজন ব্যক্তিকে নিয়ম ভেঙে একই কার্যাদেশে দুটি দেশের জন্য ভিন্ন ভিন্ন দরে একটি লটের সার আমদানির অনুমতি দেওয়া হয়েছে। প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েরও গত ১১ সেপ্টেম্বর এক ফেইসবুক পোস্টে সার কেনায় দুর্নীতির অভিযোগ তোলেন। কয়েকটি কোম্পানিকে দেওয়া কার্যাদেশের...