ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত ও বাংলাদেশের উচিত পারস্পরিক নির্ভরশীলতাকে জোরদার করার লক্ষ্যে একসঙ্গে কাজ করা। ভৌগোলিক নৈকট্য, ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা ও ভবিষ্যতের আকাঙ্ক্ষাকে পারস্পরিকভাবে ফলপ্রসূ সহযোগিতার নতুন সুযোগে রূপান্তর করা সম্ভব বলে মনে করেন তিনি। সোমবার (১৫ সেপ্টেম্বর) ন্যাশনাল ডিফেন্স কলেজে এনডিসি কোর্সের অংশগ্রহণকারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান ভারতীয় হাই কমিশনার। হাই কমিশনার আন্তর্জাতিক সহযোগিতা, বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার ও গ্লোবাল সাউথের স্বার্থকে উৎসাহিত করার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও দ্রুত জাতীয় উন্নয়নের জন্য ভারতের অন্বেষণকে অগ্রসর করার লক্ষ্যে বিশ্বের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সম্পৃক্ততার কথা তাৎপর্য সহকারে উপস্থাপন করে ভারতের বিদেশ নীতি ও উন্নয়ন কৌশল বিষয়ে বক্তব্য দেন। তিনি ভারতের বিদেশ নীতির অগ্রাধিকারসমূহ ‘নেইবারহুড ফার্স্ট’,‘অ্যাক্ট ইস্ট পলিসি’, মহাসাগর মতবাদ ও ভারতের ইন্দো-প্যাসিফিক দর্শনের অধীনে ভারত-বাংলাদেশ...