মঙ্গলবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে ন্যায়বিচার ও নিরাপত্তার দাবিতে চার দফা উত্থাপন করেন ক্ষতিগ্রস্ত আফসানা চৌধুরী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৯৬৬ সালে তার বাবা ও আত্মীয়রা মূল মালিকের কাছ থেকে এই টিলা জমি ক্রয় করেন এবং তখন থেকেই সেখানে পরিবারসহ তাদের বসবাস। সম্প্রতি ভূমিদস্যুরা জমিটির ওপর নজর দেয়। তার ভাষায়, গত ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে দেড় শতাধিক সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। তারা ঘরবাড়ি ভাঙচুর করে, কেয়ারটেকার ও ভাড়াটিয়াদের পিটিয়ে বের করে দেয়, নারী-শিশুরা চিৎকার করে পালিয়ে যায়। আতঙ্কে এলাকা ছেড়ে আত্মীয়দের বাসায় আশ্রয় নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, আলমগীর আলম দীর্ঘদিন ধরে জমি দখলের চেষ্টা করছেন। এবার তিনি সরাসরি হামলা চালিয়েছেন। ঘটনার পর ১৩ সেপ্টেম্বর খুলশী থানায় আলমগীর আলমকে প্রধান আসামি...