আগামী নভেম্বরের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা দুই খাত থেকে সম্পূরক বৃত্তি পাবেন বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। তিনি জানান, এর এক অংশ অর্থ মন্ত্রণালয় থেকে এবং অপর অংশ ইউজিসি থেকে সরবরাহ করা হবে। মঙ্গলবার বিকেলে ইউজিসি কার্যালয়ে জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফের নেতৃত্বে এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে এই আশ্বাস দেন ইউজিসি চেয়ারম্যান। জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, “আজকের বৈঠকে ইউজিসি চেয়ারম্যান আমাদের আশ্বস্ত করেছেন যে অক্টোবরের মধ্যেই শিক্ষার্থীরা সম্পূরক বৃত্তি পাবেন। তবে এটি দুই ধাপে শিক্ষার্থীদের কাছে পৌঁছাবে—এক অংশ অর্থ মন্ত্রণালয় থেকে, আরেক অংশ ইউজিসি থেকে।” তিনি আরও বলেন, “আমরা ইউজিসির উপর বিশ্বাস রেখে চাই, অক্টোবরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে টাকা...