অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাপক সাংগঠনিক পরিবর্তন এসেছে ক্রীড়াঙ্গনে। ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোর আগের কমিটি বাতিল করে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। স্বাভাবিকভাবেই পরিবর্তন আবশ্যিক ছিল বাংলাদেশ স্পোর্টস ফেডারেশনস সেক্রেটারিজ ফোরামের। সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে কমিটির সাধারণ সম্পাদকরা মিলিত হয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করেছেন। বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস খানকে কমিটির সভাপতি করা হয়েছে। সাধারণ সম্পাদক করা হয়েছে বাংলাদেশ উশু ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলুকে। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান এবং বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান শাহীন হয়েছেন সহ-সভাপতি। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী...