ঢাকার আদাবরে স্থানীয় ‘রাজু গ্রুপ’ ও ‘বেলচা মনির গ্রুপের’ মারামারিতে আহত একজনের প্রাণ গেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মেহেদী হাসান জানিয়েছেন। নিহত রিপন ওরফে নিপুর (৩৫) বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। তিনি ‘রাজুর গ্রুপের’ রাজুর চাচাত ভাই। রিপনের বিরুদ্ধে ‘নারী নির্যাতন’ ও ‘মারামারির অভিযোগে’ ভোলার তজুমদ্দিন ও বোরহান উদ্দিন থানায় মামলা থাকার তথ্য দিয়েছে পুলিশ। সহকারী কমিশনার মেহেদী হাসান বলেন, “সকালে আদাবর ১৭ নম্বর এলাকার ‘রাজু গ্রুপ’ ও ১০ নম্বর এলাকার ‘বেলচা মনির গ্রুপের’ মধ্যে মারামারি হয়। সেসময় ‘বেলচা মনির গ্রুপের’ লোকজন রাজুর চাচাত ভাই...